পরিক্ষায় ইংরেজি ২য় পত্রের উত্তর যেভাবে লিখতে হয়।

পরিক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তর খাতায় লিখার নিয়ম…
[প্রশ্ন উত্তর করার ধরন]
Grammar Part -
Q.1- Articles
শুধু উত্তর লিখতে হবে।
Q.2- Prepositions
শুধু উত্তর লিখতে হবে।
Q.3- Phrases
শুধু উত্তর লিখতে হবে।
Q.4- Completing Sentences
পুরো Sentence লিখতে হবে।
Q.5- Right form of Verbs
শুধু উত্তর লিখতে হবে।

Q.6- Transformation
শুধু উত্তর লিখতে হবে।
Q.7- Narration
শুধু উত্তর লিখতে হবে।
Q.8- Pronoun Reference
ভুল Pronoun সঠিকভাবে লিখতে হবে
Passage সহ। পরে যেসব Pronoun
Change করা হয়েছে সেগুলা
Underline করে দিতে হবে।
Q.9- Modifiers
শুধু উত্তর লিখতে হবে।
Q.10- Connectors
শুধু উত্তর লিখতে হবে।
Q.11- Synonym -Antonym
শুধু উত্তর লিখতে হবে।
Q.12- Punctuation
সঠিক Punctuation ব্যবহার করে পুরো
Passage লিখতে হবে।
Composition Part-
Q.13- Application/Email
এক Page এ শেষ করতে পারলেই
ভালো। না হলে দু Page এ লেখা
যেতে পারেযেতে পারে।
Q.14- Report
দুই থেকে তিন Page.
Q.15.- Paragraph
দুই থেকে তিন Page.
Q.16- Composition
কমপক্ষে তিন Page.
Writing side কমন না পড়লেও অবশ্যই
লিখে আসবেন যা বুঝেন। অবশ্যই
১০০ মার্কস এর উত্তর করবেন।।

Comments