এইচ এস সি "অপরিচিতা" গুরুত্বপূর্ণ ব্যাখ্যা।

বিষয়: বাংলা ১ম পত্র
টপিকঃ অপরিচিতা( গুরুত্বপূর্ণ তথ্য)

#Students_for_students

১। অনুপমের বাবা জীবিকা নির্বাহ করতেন- ওকালতি করে।
২। কাকে অনুপমের ভাগ্য দেবতার প্রধান বলা হয়েছে- মামাকে
৩। গজানন শব্দের অর্থ- গজ আনন যার/ গণেশ
৪। অনুপমের আসল অভিভাবক - অনুপমের মামা
৫। দৈর্ঘ্য বা গুণের হিসেবে বড় নয়- সাতাশ বছরের জীবন
৬। সাতাশ বছর বয়সের আছে- একটু বিশেষ মর্যাদা
৭। ফুলের ওপর এসে বসেছিলো- ভ্রমর
৮। অনুপমের ছোট লেখার রস বুঝবেন- ছোটকে যারা সামান্য বলে ভুল করেনা না।
৯। অনুপমের শিক্ষাগত যোগ্যতা- এমএ
১০। ছোটবেলায় অনুপমের সুন্দর চেহারা নিয়ে পন্ডিতমশায় তাকে তুলনা করতেন- শিমুল ফুলের সাথে
১১। অনুপমের পিতা অর্জিত সম্পদ ভোগ করার সময় নিমেষমাত্র না পাওয়ার কারণ- তাঁর অকালমৃত্যু
১২। অনুপম মানুষ হয়েছে- মায়ের হাতে
১৩। অনুপমের মা- গরিব ঘরের মেয়ে
১৪। অনুপমের মামা তার থেকে বড়- বড়জোর ছয় বছরের
১৫। 'ফল্গুর বলি৳' বলতে বুঝানো হয়েছে - সবকিছু আগলে রাখা
১৬। কন্যার পিতামাত্রেই স্বীকার করবেন- অনুপম সৎপাত্র
১৭। অনুপমের সম্বন্ধ এসেছিল- অনেক বড় ঘর থেকে
১৮। টাকার প্রতি আসক্তি জড়িত- মামার অস্থি-মজ্জার সাথে
১৯। অনুপমের বন্ধুর নাম- হরিশ
২০। হরিশ কাজ করে- কানপুরে
২১। হরিশ অদ্বিতীয় ছিল- আসর জমাতে
২২। মামার কাছে মেয়ের ছেয়ে মেয়ের বাপের খবরটা- গুরুতর
২৩। "ওহে, মেয়ে যদি বল একটি খাসা মেয়ে আছে।" বক্তব্যে ফুটে উঠেছে- চমৎকার পাত্রীর বর্ণনা
২৪। পশ্চিমে মেয়ের বাবা থাকেন- গরীব গৃহস্থের মতো
২৫। অনুপমের মামার মন নরম হলো- মেয়ের বাবার অর্থের লোভে
২৬। কলিকাতার বাইরে বাকী পৃথিবীটাকে মামা মনে করেন- আন্দামান দ্বীপের অন্তর্গত
২৭। অনুপমের পিসতুতো ভাই- বিনুদাদা
২৮। বিনুদাদা ফিরে এসে মেয়ের সম্পর্কে বললেন- খাঁটি সোনা বটে
২৯। যেখানে আমরা বলি ' চমৎকার', সেখানে বিনুদাদা বলে- চলনসই
৩০। বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে আসতে হলো- কলকাতায়
৩১। কন্যার পিতার নাম- শম্ভুনাথ সেন
৩২। কন্যার পিতা পাত্রকে দেখেন বিয়ের - তিনদিন পূর্বে
৩৩। কন্যার পিতার বয়স - চল্লিশের কিছু এপারে না ওপারে
৩৪। পাত্র দেখে কন্যার বাবা খুশি কিনা বোঝা শক্ত ছিল।  কারণ- তিনি ছিলেন চুপচাপ
৩৫। ' অপরিচিতা' গল্পে 'পণ' বলতে বোঝানো হয়েছে- যৌতুক
৩৬। অনুপমের দৃষ্টিতে দেনা-পাওনার বিষয়টি ছিল-স্থুল
৩৭। শম্ভুনাথ সেন পেশায় ছিলেন- ডাক্তার
৩৮। মামা অনুপমদের সংসারে গণ্য হন- গর্বের বস্তু হিসেবে
৩৯। মামার সঙ্গে  মা একযোগে হাসলেন- পাত্রীপক্ষের দূরবস্থা কল্পনা করে
৪০। ঠাট্টার সম্পর্ক স্থায়ী করার ইচ্ছা নেই- শম্ভুনাথ সেনের
৪১। 'অপরিচিতা' গল্পটি প্রথম প্রকাশিত হয়- সবুজপত্র পত্রিকায়
৪২। কল্যানী গ্রহণ করেছে- মেয়েদের শিক্ষার ব্রত।
৪৩। প্রদোষ শব্দের অর্থ- সন্ধ্যা
৪৪। বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল- পনের
৪৫। 'অপরিচিতা' গল্পে উল্লেখিত দ্বীপ- আন্দামান
৪৬। সাদা স্রোতটি যে রূপ ধরে অনুপমকে কল্যাণীর কথা বলে যায়- রাজহংসী
৪৭। অনুপম তার মাকে নিয়ে যাচ্ছিল- তীর্থে
৪৮। ট্রেনের ভেতর আলোর নিচে যে রঙের পর্দা টানা- সবুজ
৪৯। চিরকাল অনুপমের কাছে চিরসত্য- গলার স্বর
৫০। স্টেশনের লণ্ঠনটি ছিল - একচক্ষু
৫১। অনুপম যে ক্লাসের টিকিটের আশায় ছিলো- ফার্স্টক্লাস
৫২। কল্যাণী যে ক্লাসের গাড়িতে ছিলো- দ্বিতীয়
৫৩। অনুপম স্টেশনে ফেলে আসল- ক্যামেরা
৫৪। বিবাহের সময় অনুপমের বয়স ছিল- তেইশ
৫৫। 'অপরিচিতা' গল্পটি- উত্তম পুরুষের জবানিতে লেখা
৫৬। 'অপরিচিতা' গল্পে দেবদেবীর নাম- অন্নপূর্ণা, প্রজাপতি, পঞ্চসর, সরস্বতী।
৫৭। পুরুষ চরিত্র- সাতটি ( অনুপম, মামা, হরিশ, বিনুদাদা, স্যাকরা, শম্ভুনাথ, শম্ভুনাথের উকিল বন্ধু)
৫৮। নারী চরিত্র - দুইটি ( অনুপমের মা ও কল্যানী)
৫৯। 'অপরিচিতা' গল্পে স্থানের নাম আছে- বাংলাদেশ, কানপুর, কলকাতা, আন্দামান, হাবড়ার পুল, কোন্নগর।
৬০। শম্ভুনাথ স্যাকরার কাছে পরখ করতে দিয়েছিল- একজোড়া এয়ারিং
[বিঃদ্রঃ ভুল ত্রুটি ক্ষমা করবেন]
Thanks

Comments