ডিগ্রী উদ্ভিদবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন ২০১৯

ডিগ্রী_পরীক্ষা_২০১৯
অনুষ্ঠিত_২০১৯
ডিগ্রী_প্রথম_বর্ষ
উদ্ভিদবিজ্ঞান_দ্বিতীয়_পত্র

খ_বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন
১। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য লিখ।***
২।  Psilopsida - এর মুখ্য বৈশিষ্ট্যাবলি লিখ।**
৩। Gnetum এর আবৃতবীজয় বৈশিষ্ট্যসমূহ লিখ।**
৪। Sphagnum - এর পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ কর।***
৫। প্যারাসাইটিজম ও প্যাথোজেনেসিটির মধ্যে পার্থক্য লিখ।**
৬। উদাহরণসহ Hepaticopsida শ্রেণির বৈশিষ্ট্য লিখ।**
৭। ইনোকুলেশন কি? ছত্রাক পরজীবীর ইনোকুলেশনের সচিত্র বর্ণনা দাও।
৮। Sphagnum - এর পরিবেশতাত্ত্বিক গুরুত্ব লিখ।*
৯। Anthoceros - এর উন্নত বৈশিষ্ট্য লিখ।
১০। উদ্ভিদ রোগতত্ত্বের পরিসর বর্ণনা কর।
১১। Bryopsida - এর মুখ্য বৈশিষ্ট্যাবলি লিখ।*
১২। Cycas - এর পুং স্ট্রোবিলাসের গঠন বর্ণনা কর।
অথবা, Cycas - এর স্ত্রী স্ট্রোবিলাস সম্পর্কে আলোচনা কর।
১৩। Selaginella - এর স্ট্রোবিলাসের চিহ্নিত চিত্র অংকন কর।
১৪।  সংক্রামক ও অসংক্রামক রোগের মধ্যে পার্থক্য লিখ।
১৫। টেরিডোফাইট ও জিমনোস্পার্মের মধ্যে সাদৃশ্য লিখ।
১৬। Marsilea - র স্পোরোকার্পের বর্ণনা দাও।
গমের কাণ্ড মরিচা রোগের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
প্রাথমিক ও গৌণ ইনোকুলামের মধ্যে পার্থক্য লিখ।

গ_বিভাগ : রচনামূলক প্রশ্ন
১। নিম্নলিখিত ছত্রাক রোগগুলোর প্যাথোজেনের নাম, লক্ষণ এবং দমন পদ্ধতি বর্ণনা করঃ -
ক) ধানের বাদামী রোগ;
খ) পাটের কাণ্ড পচা রোগ;
গ)
২।
ক) নগ্নবীজী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব লিখ।
খ) উদ্ভিদ রোগের লক্ষণসমূহ বর্ণনা কর।
৩।
ক) Pellia - এর প্রধান বৈশিষ্ট্যসমূহ লিখ।
খ) Marchantia - এর স্পোরোফাইটার লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁক।
৪।
ক) Psilopsida - এর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
খ) Lycopodium - এর কোণের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁক।
৫।
ক) Cycas - এর ডিম্বকের গঠন বর্ণনা কর।
খ) Anthoceros - এর আদি ও উন্নত বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৬।
ক) পোষাক দেহে উদ্ভিদ পরজীবী প্রবেশের সচিত্র বর্ণনা কর।
খ) জিমনোস্পার্মের অর্থনীতিক গুরুত্ব আলোচনা কর।
৭।
ক) Cycas - এর ফার্ন জাতীয় বৈশিষ্ট্য উল্লেখ কর।
খ) Anthoceros ক্যাপসুলের গঠনের সচিত্র বর্ণনা দাও।
৮।
ক) Marchantia - এর স্পোরোফাইটের সচিত্র বর্ণনা দাও।
খ) Marchantia ও Pellia - এর মধ্যে পার্থক্য লিখ।
৯।
ক) চিহ্নিত চিত্রসহ Marsilea - এর রাইজোমের প্রস্থচ্ছেদের বর্ণনা দাও।
খ) উদ্ভিদ রোগের পূর্বাভাস আলোচনা কর।
১০। টীকা লিখ :
ক) উদ্ভিদ রোগের জৈবিক নিয়ন্ত্রণ,
খ) রাইজোফোর,
গ) ট্রান্সফিউশন টিস্যু।
ঘ) হোমোস্পোরি ও হেটারোস্পোরি
ঙ) জীবন্ত জীবাশ্ম,
চ) রোগ চক্র।
১১।
ক) Pteridophyte - র রেণু বিস্তার পদ্ধতিগুলি লিখ।
খ) চিহ্নিত চিত্রসহ Lycopodium এর কাণ্ডের অন্তঃগঠন বর্ণনা কর।
১২।
ক) Bryophyta - র শৈবালের সাদৃশ্য ও বৈসাদৃশ্য লিখ।
খ) কোরালয়েড মূল কি? Cycas এর মূলকে কোরালয়েড মূল বলা হয় কেন?

Comments