এসএসসি বাংলা প্রথম পত্র গদ্য অংশ চূতান্ত সাজেশন।

এসএসসি বাংলা প্রথম পত্র - ২০২০গদ্য অংশ চূতান্ত সাজেশন…
এগুলো থেকে ১০০% কমন থাকবে…
#এর ভিতর থেকেই গদ্যাংশের সকল প্রশ্ন কমন থাকবে, ইনশাআল্লাহ।

১/প্রমথ চৌধুরী কোন সালে মৃত্যুবরণ করেন?
২/পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় কেন ব্যাখ্যা কর।
৩/উঠানের কোন জায়গা হতে দুর্গা অপুকে ডেকেছিলেন?৪/কেন সহজে গ্রাম ছেড়ে যেতে চাইলো না অপুর বাবা?


৫/মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
৬/লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয় ব্যাখ্যা কর।
৭/প্রফুল্ল গ্রন্থটির রচয়িতা কে?
৮/নাটকটিতে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য বলা হয় কেন?
৯/দেওয়ানা মদিনার কবি কে?
১০/পল্লীসাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার বলতে কি বুঝানো হয়েছে।
১১/মা খিদে পেয়েছে কে বললদূর্গা পা টিপে টিপে বাড়িতে প্রবেশ করলো কেন?
১২/নিম গাছের কি ইচ্ছা করলো?
১৩/নিমের হাওয়া ভাল থাক কেটো না বোঝানো হয়েছে।১৪/বিদ্যার সাধন কাকে অর্জন করতে হয়?
১৫/মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না বলতে কি বুঝানো হয়েছে?
১৬/নীতির চর্চা কোথায় করতে হয়?
১৭/সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত ব্যাখ্যা কর।
১৮/কপোল শব্দের অর্থ কি?
১৯/মাছ ধরার কাজে প্রতাপ এর কাছে সুভার মর্যাদা বেশি ছিল কেন?
২০/বনফুলের প্রকৃত নাম কি?
২১/পল্লী জননী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত।
২২/জমিদারের কাছারির কর্তাকে?
২৩/অভাগী কে পায়ের ধুলো দিতে গিয়ে রসিক কেঁদে ফেলে কেন?
২৪/জীবস্বত্তার ঘরে শিক্ষা কি কাজ করে?

২৫/রাজবন্দীর জবানবন্দী কি ধরনের রচনা?
২৬/প্রতাপ এর জন্য পান সাজিয়ে আন্ত কে?
২৭/মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
২৮/যে জাতি জ্ঞানে বড় নয় সে জাতি মনেও বড় নয় অর্থ কি।
২৯/প্রবন্ধ প্রধানত কয় শ্রেণীর?
৩০/অন্যায় প্রবন্ধ বলতে কী বোঝো
৩১/শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি শ্রেষ্ঠ ব্যাখ্যা কর।
৩২/মমতাদির ঘরে একটি জিনিস ছিল সেটা কি?
৩৩/মমতাদিকে লেখক ছায়াময়ী মানবী বলেছেন কেন?
৩৪/দুর্গার বাবার নাম কি?
৩৫/কোন চিন্তা হতে মুক্ত হতে পারলে শিক্ষা মানব জীবনের সোনা ফলাবে?

Comments